24-25 অগাস্ট পৌষ্টিক লাইফ এ ( Paushtik Life ) তাল উৎসব অনুষ্ঠিত হবার কথা ছিল –
রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা সবাই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ।
দৃষ্টান্তমূলক সাজা হোক এবং ভবিষ্যত সুস্থ হোক — এটুকুই এখন আমাদের অন্তরের গভীর চাওয়া ।
উৎসব – আনন্দ আমরা কিছুদিন বন্ধ রাখি | আমরা ফিরে আসব |
পুরুলিয়া , বাঁকুড়ার মানুষের কথা ভেবে এই অনুষ্ঠান, অন্যভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি |